শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮৭ একরের ক্যাম্পাস এখন নিরব
ফরহাদ আলম, শেকৃবি
প্রকাশিত : ১০:১৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার
"আমার ধুলোবালি ভর্তি বই, বন্ধুরা সব কই। বন্ধু ছাড়া এত সময়, কেমনে একলা রই। ভাল্লাগেনা এই মিথ্যে শহর, রাতের আড়ালে রই।" আর কতো থাকবো বাড়িতে? মিস করি ক্যাম্পাসের প্রিয় বন্ধুদের। সবচেয়ে বেশি মিস করি, চাচির দোকানে বিভিন্ন আইটেমের ভর্তা ভাত, ফার্স্ট গেটে বিখ্যাত চা এবং রাতের খিচুড়ি।" বলছিলেন কৃষি ব্যবসা ব্যবস্থাপনা অনুষদের শিক্ষার্থী ক্ষুদে কবি কাজী নাফিস সোয়াদ।
বিশ্বব্যাপি মহামারী করোনা ভাইরাসকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ বন্ধ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। সকাল হলেই আর দেখা যায় না, ঘুম থেকে উঠে না খেয়ে তাড়াতাড়ি ক্লাসে যাওয়া, ক্লাস শেষে বউ বাজারে নাস্তা খেতে যাওয়া, বিকাল হলেই আর দেখা যায় না প্রেম পুকুরের ধারে বসে থাকা প্রেমিক প্রেমিকার মিষ্টি -মধুর গল্প, হাত ধরে পথ চলার দৃশ্য। প্রেমিক প্রমিকার পদযুগলে মুখরিত থাকা ওয়াইফাই জোন এখন নিস্তব্ধ। সন্ধ্যা হলে দেখা যায় না প্রেমিকের হাত ধরে প্রমিকাকে হলে ফেরার দৃশ্য।
অতঃপর বন্ধুদের সাথে পাকা মার্কেটে চায়ের দোকানে প্রতি চুমুকে জমে উঠতো আড্ডা। রাত হলেই এখন আর মনে পড়ে না ডাইনিং এবং ক্যান্টিন এ খাওয়ার কথা। রাত জেগে নবাব সিরাজ উদ দৌলা হলের ছাদে বিকশিত করার প্রচেষ্টা হাজারো লুকিয়ে থাকা প্রতিভা। ঠিক এরকম না বলে শেষ করার মতো হাজারো গল্প, কবিতা, গান আর আড্ডায় সময় কাটানো দিনগুলো কেড়ে নিয়েছে মহামারী করোনা ভাইরাস। ক্যাম্পাস জীবনের স্বাভাবিক ছন্দ আর আন্দোলিত হচ্ছে না।
সকাল কি সন্ধ্যা। ক্যাম্পাসটি সর্বদা মুখরিত থাকতো শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের পদচারণায়। শুধু প্রজেন্টেশনের জন্য সুন্দর ফরমাল ড্রেস পড়ে ঘুরে বেড়ানো। মনের আনন্দে অজান্তেই অনেক ছবি তুলা। সর্বদা আনন্দঘেরা থাকা চিরচেনা সেই ৮৭ একরের ক্যাম্পাস এখন নিরব। নেই কোন আলোচনা সমালোচনা। নেই কোন ব্যস্ততা। এখন শুধু হুমায়ুন আহমেদের সেই উপন্যাসের কথা মনে পড়ে - "কোথাও কেউ নেই।"
সেই ক্যাফেটেরিয়ার বসে গল্পে মেতে উঠা প্রেমিক প্রেমিকার টেবিলগুলো এখনও ফাঁকা। নেই কোন চামুচের টিং টং শব্দ। আর জমে উঠে না ক্রামবোর্ড আর রাতের আলোতে রেকেট খেলা। দর্শকশুন্য পড়ে আছে কেন্দ্রীয় খেলার মাঠটি। সেখানে এখন শুধু বিচরণ করে অবলা সব ভাসমান প্রাণীগুলো। দোকানগুলোতে ঝুলছে তালা। অডিটরিয়ামে নেই কোনো রোমাঞ্চকর অনুষ্ঠানের আয়োজন। সেমিনার রুমে হয় না কোন শিক্ষনীয় প্রোগ্রাম। ক্যাম্পাস আড্ডার জনপ্রিয় স্থান শহীদ মিনার চত্বর, পারভেজ মার্কেট, ওয়াইফাই জোন, হতাশার মোড়, প্রেম পুকুর, পুরাতন ফ্যাকাল্টি। এখানে শেকৃবিয়ানদের আড্ডাগুলো আজ আর চোখে পড়ে না। ব্যস্ততম স্থানগুলো এখন জনশূন্য।
সেকেন্ড গেইটের নিরাপত্তাকর্মীরা বলেন," বিশ্ববিদ্যালয় এখন ফাঁকা। পাখির কিচিরমিচির শব্দ কানে ভেসে আসে প্রতিনিয়ত। বিশ্ববিদ্যালয় খোলা থাকলে অনেকের সাথে গল্প করে, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি দেখেও সময় ভালোই কাটতো। কিন্তু এখন ক্যাম্পাস একদম শূন্য শূন্য লাগে। পরিস্থিতিতে দ্রুত ভালো হয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে আসুক এটাই আশা করি।
আরকে//