পেঁয়াজ নিয়ে কারসাজি, রাজধানীর ১২ আড়ৎকে জরিমানা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার
পেঁয়াজ নিয়ে কারসাজি ঠেকাতে রাজধানীতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ১২ আড়ৎকে জরিমানা করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামবাজার ও যাত্রাবাড়ীতে পেঁয়াজের ১২টি পাইকারি আড়তে অভিযান চালায় প্রতিষ্ঠানটি।
এ সময় ক্রয় রশিদ সংরক্ষণ না করা, বিক্রয় রশিদের সঙ্গে মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের গরমিল, অধিক মূল্যে পেঁয়াজ বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এসব আড়ৎকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও মাগফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তারা পেঁয়াজের মূল্য কারসাজি না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন।
এআই/এনএস/