ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

রাঙ্গামাটির দুর্গম গ্রামে সেনাবাহিনীর খাদ্য বিতরণ

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ৪ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১০ পিএম, ৪ মে ২০১৭ বৃহস্পতিবার

রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের দুর্গম গ্রামে খাদ্য সংকট মোকবিলায় খাদ্য বিতরণ শুরু করেছে সেনাবাহিনী।
বুধবার বিকেল থেকে সাজেকের প্রত্যন্ত এলাকায় নিরাপত্তাবাহিনীর উদ্যোগে ও বিজিবির সহযোগিতায় চাল বিতরণ করা হয়। সকালে হেলিকপ্টারে করে চাল পৌঁছে দেওয়া হয়। বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ ইসমাইল খাঁ কংলাক পাড়ায় চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সেনাবাহিনী জানায়, সাজেকের প্রায় ৪০টি গ্রামে সাময়িক খাদ্য সংকট দেখা দেয়ায় মানবিক সাহায্যের অংশ হিসেবে ২৪ পদাতিক ডিভিশন ও খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ এ ত্রাণ বিতরণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।