কিডনি সমস্যায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
বশেমুরবিপ্রবি সংবাদদাতা
প্রকাশিত : ০৯:০৯ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার
কিডনিজনিত সমস্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার সাইন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সনেট দাস নামে মাস্টার্সের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএসই বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ।
তিনি জানান,‘বেশ কিছুদিন ধরেই সনেট দাস কিডনি সমস্যায় ভুগছিলেন। প্রথমে খুলনায় চিকিৎসাধীন থাকলেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রাজধানীর বারডেমে ভর্তি করানো হয় এবং সেখানেই তার ডায়ালাইসিসসহ চিকিৎসা চলছিল। কিছুদিন পরে একটু সুস্থ হলেও পরবর্তীতে ফুসফুসে প্রস্রাব জমা হওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান সনেট।’
এদিকে সনেটের মৃত্যুতে বশেমুরবিপ্রবিতে শোকের ছাঁয়া নেমে এসেছে। শিক্ষক-শিক্ষিকাসহ তার সহপাঠী এবং সাধারণ শিক্ষার্থীরা তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তার বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে লিখেন, ‘এখনও বিশ্বাস হচ্ছেনা তুই নেই। দূর থেকে একটা হাসি দিয়ে বন্ধু বলে আর ডাক দিবিনা তুই। এভাবে চলে যাবি ভাবতে খুবই খারাপ লাগছে।’
পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, ‘একসাথে এক বাসায় থেকেছি, আপনার বিরুদ্ধে বিন্দুমাত্র অভিযোগ নাই। এতো তাড়াতাড়ি হারিয়ে যাবেন কখনো কল্পনাও করতে পারিনি সনেট দাদা।’
হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বাগেরহাটের নিজ এলাকায় আগামীকাল (আজ শুক্রবার) তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
এআই/এসএ/