পাকিস্তানী সেনাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের আওতায়
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ৪ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:০৩ পিএম, ৪ মে ২০১৭ বৃহস্পতিবার
যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বাড়াবাড়ি করলে পাকিস্তানী সেনাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট রানা দাশগুপ্ত।
চট্টগ্রামের পটিয়ার মোজাফরাবাদ গ্রামে ১৯৭১ সালে পাকিস্তানী সেনা ও তাদের দোসরদের হাতে নিহত হয় প্রায় তিনশ’ মানুষ। এই গণহত্যা দিবস স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সামাজিক সংগঠন সমন্বয় ও বধ্যভূমি সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. তাপসী ঘোষরায় ও শহীদ জায়া বেগম মুশতারি শফিসহ অনেকে। এর আগে শহীদদের স্মৃতিতে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অব অনার প্রদান, মোমবাতি প্রজ্জ্বলনসহ নানা কর্মসূচি পালন করা হয়।