ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রাজবাড়ীতে কমেছে সংক্রমণ হার 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

রাজবাড়ীতে আগের তুলনায় করোনা আক্রান্তের হার কমে এসেছে। সেই সাথে বেড়েছে সুস্থতা। গত ২৪ ঘন্টায় জেলায়  ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর পাঠানো ৮৪ জনের নমুনায় তাদের করোনা চিহ্নিত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৫৮ জনে দাঁড়াল। 

এর মধ্যে সদর উপজেলায় ৭, পাংশায় ৪, গোয়ালন্দে ১ এবং কালুখালিতে একজন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ২ হাজার ৪৯৫ জন। আর মৃত্যু হয়েছে ২৪ জনের। 

আর হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৪২২ জন। বাকিস ১৭ জন সদর হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। আজ শুক্রবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। 

জেলা সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, ‘আগের চাইতে রাজবাড়ীতে করোনাক্রান্তের সংখ্যা কমে এসেছে। বর্তমানে জেলায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৮ শতাংশ।’

এআই/এমবি