ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নৌকায় ডাকাতিকালে গুলিসহ ডাকাত আটক 

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা 

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীর মিয়ার চর পয়েন্টে নৌকায় ডাকাতিকালে কামাল রাঢ়ী (৫২) নামে ডাকাতদলের এক সদস্যকে আটক করেছে জেলেরা। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।  আটক কামাল পাশের ভোলা সদর উপজেলার বালিয়া গ্রামের মৃত মোখলেছ রাঢ়ীর ছেলে।

জানা গেছে, সুমন সাজ্জাল নামের এক মাঝির মাছ ধরার নৌকা ঘিরে ধরে অস্ত্র তাক করে মাছ ও জাল লুটের চেষ্টা চালায় ডাকাতদল। এ সময় জেলে সুমন ও ফিরোজ গাজী নৌকায় থাকা বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে অস্ত্রসহ নদীতে পড়ে যায় ডাকাত কামাল রাঢ়ী। তবে অন্যান্যরা পালিয়ে যায়। পরে জেলেরা তাকে নৌকায় তুলে কালিশুরী বন্দরের পুলিশ ক্যাম্পে নিয়ে আসে। পুলিশ আটক কামাল রাঢ়ীর কাছ থেকে ৭ রাউন্ড সর্টগানের গুলি জব্দ করে।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ‘কামাল জলদস্যু মহসিন বাহিনীর অন্যতম সদস্য। দীর্ঘদিন থেকে নদী পথে ডাকাতি ও লুটের সঙ্গে জড়িত সে। ভোলা সদরসহ বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও চুরি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এআই//এমবি