ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

বশেমুরবিপ্রবির দুই শিক্ষার্থীর সার্ক বিশ্ববিদ্যালয় জয়

বশেমুরবিপ্রবি সংবাদদাতা 

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২০ রবিবার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই শিক্ষার্থী ভারতে অবস্থিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) স্কলারশিপ পেয়ে ২০২০-২১ সেশনের মাস্টার্স প্রোগ্রামের জন্য মনোনীত হয়েছেন।

দুই শিক্ষার্থী হলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী অশোক বালা এবং একই সেশনের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী অনুপ সাহা।

স্কলারশিপ প্রাপ্তির বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অশোক বালা বলেন, ‘আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের দ্বারা অনুপ্রাণিত হয়েই সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখি। এজন্য অনেক আগে থেকেই টুকটাক প্রস্তুতি নিই। অনার্স শেষ হওয়ার পরে পুরোদমে প্রস্তুতি নেয়া শুরু করি এবং ভর্তি পরীক্ষা দেই। অবশেষে স্কলারশিপের জন্যে মনোনীত হই। স্বপ্ন পূরণের এই যাত্রায় অনেক বাধা আসলেও আমি নিজেকে কখনোই ফাঁকি দেইনি।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা এবং ছাঁয়া জাতিসংঘে কাজ করার ফলে আমি জাতিসংঘসহ এর বিভিন্ন অঙ্গসংগঠন এবং এগুলোর কাজ সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছি। এমন কয়েকটিতে কাজ করার ইচ্ছেও আছে। এছাড়া মাস্টার্স শেষ করে বাংলাদেশে ফিরে রিফিউজি (উদ্বাস্ত) সমস্যা নিরসনে কাজ করার চেষ্টা করব। আমি স্বপ্ন দেখি একদিন জাতিসংঘের মহাসচিব হবো।’

মনোনীত হওয়া আরেক শিক্ষার্থী লোকপ্রশাসন বিভাগের অনুপ কুমার সাহা বলেন, ‘আমার এই অর্জনে আশেপাশের মানুষজনের খুশিটাই সবচেয়ে বেশি ভালো লাগার বিষয়। 

স্কলারশিপ পাওয়ার জন্য প্রস্তুতি নেয়া, অনলাইনে পরীক্ষা দেয়া,  সবমিলিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। তবে এতোটা পথ পাড়ি দেয়ার পিছনে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও এক বড় ভাইয়ের অনুপ্রেরণা ছিল। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য যদি কিছু করতে পারি তবেই আমার এই প্রাপ্তি স্বার্থক।’

এ ব্যাপারে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক মাহবুবা উদ্দিন বলেন, ‘সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে মনোনীত ৩ জন শিক্ষার্থীর মধ্যে ২ জনই বশেমুরবিপ্রবির শিক্ষার্থী, যা অনেক বড় প্রাপ্তি এবং আনন্দের সংবাদ। একই সাথে এটি আমাদের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমি চাই প্রতি বছরই আরও বেশি সংখ্যক শিক্ষার্থী এখানে জায়গা করে নিক এবং আমাদের শিক্ষার্থীদের সাফল্যের এ ধারা অব্যাহত থাকুক।’

প্রসঙ্গত, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি হলো দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আটটি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়, যা সার্ক বিশ্ববিদ্যালয় নামেও পরিচিত। এ বছর বাংলাদেশ থেকে তিনজন শিক্ষার্থী স্কলারশিপ পেয়ে মাস্টার্স প্রোগ্রামের জন্যে মনোনীত হয়েছেন, এর মধ্যে দুইজনই বশেমুরবিপ্রবি শিক্ষার্থী। 
এআই/ এসএ/