নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের গণহত্যা দিবস আজ
প্রকাশিত : ১২:০১ পিএম, ৫ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ১২:৪৩ পিএম, ৫ মে ২০১৭ শুক্রবার
আজ ৫ মে নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের গণহত্যা দিবস। দিনটি উপলক্ষে
সুগার মিলের শহীদ সাগর স্মৃতিস্তম্ভে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মিল কর্তৃপক্ষ।
১৯৭১ সালের এই দিনে পাকসেনা ও তাদের দোসর রাজাকাররা নাটোরের গোপালপুরের নর্থবেঙ্গল সুগার মিলে ঢুকে সে সময়ের জিএম লেফট্যানেন্ট আনোয়ারুল আজিমসহ মিলের অর্ধশত কর্মকর্তা-কর্মচারীকে তৎকালীন গোপাল পুকুর পাড়ে নিয়ে ব্রাশ ফায়ার করে নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতার পর শহীদদের শ্রদ্ধা জানাতে ওই পুকুরের নামকরন করা হয় শহীদ সাগর। আর লেফট্যান্যান্ট আনোয়ারুল আজিমের নামে গোপালপুর রেল স্টেশনটির নামকরণ করা হয় আজিমনগর। স্বাধীনতার পর থেকে প্রতি বছর এই দিনটিতে নর্থ বেঙ্গল সুগার মিলের শহীদ সাগর চত্বরে ৫ মে পালিত হয়ে আসছে।