সূর্যের আলোয় চলছে সৌর সেচযন্ত্র
প্রকাশিত : ১২:০৫ পিএম, ৫ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:০০ পিএম, ৫ মে ২০১৭ শুক্রবার

ডিজেল ও বিদ্যুত ছাড়াই সূর্যের আলোয় চলছে সৌর সেচযন্ত্র। স্বল্পমূল্যের এ সৌর সেচযন্ত্র আবিস্কার করেছেন ঠাকুরগাঁয়ের তরুন উদ্ভাবক সোলেমান আলী। একসময়ের সাইকেল মেকার আর বর্তমানে পেশায় কৃষক সোলেমান, তার আবিস্কারের এই সুবিধা ছড়িয়ে দিতে চাচ্ছেন সারাদেশের কৃষকদের মাঝে।
উদ্ভাবক সোলেমানের ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র তাক লাগিয়ে দিয়েছে ঠাকুরগাঁওয়ের কৃষকদের।
বিদ্যুত না থাকলেও শুধু সূর্যের আলো ব্যবহার করে ফসলে সেচ দিতে পেরে খুশী কৃষকরা। সোলেমান জানান বোরো মৌসুমে ডিজেলের মূল্য বৃদ্ধি আর বিদ্যুৎ সরবরাহ পাওয়া নিয়ে কৃষকদের দুশ্চিন্তার অন্ত থাকেনা। সেই ভাবনা থেকেই স্বল্পমূল্যের সৌর সেচযন্ত্র আবিস্কারে নামেন তিনি।
এই সেচযন্ত্র দিয়ে সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত জমিতে সেচ দেয়া যায়। সূর্যের তাপ যত বাড়ে ততই বাড়ে পানির তীব্রতা। যন্ত্রের নির্মাণ ব্যয় কম হওয়ায় দামও কৃষকের সাধ্যের মধ্যে।
সৌর সেচযন্ত্র উদ্ভাবনের বিষয়টি এরই মধ্যে লিখিতভাবে কৃষি মন্ত্রণালয়ে জানিয়েছে ঠাকুরগাঁও কৃষিবিভাগ।
সোলেমান জানান, সহজ শর্তে ঋণ পাওয়া গেলে এ যন্ত্র পেতে পারে সব চাষীরা। সেচের সমস্যা দূর করতে সারাদেশে সৌর সেচযন্ত্রটি বাজারজাত করার প্রয়োজনীয় উদ্যোগ নেবে সংশ্লিষ্ট বিভাগ, এমনটাই প্রত্যাশা যন্ত্রের উদ্ভাবকের।