ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশিত : ১২:০৯ পিএম, ৫ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ১২:১৭ পিএম, ৫ মে ২০১৭ শুক্রবার

উয়েফা ইউরোপা লিগ ফুটবলে সেমিফাইনালের প্রথম লেগে সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথম থেকেই সমান তালে লড়তে থাকে ম্যানইউ। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। গোল শূন্যতে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় রেড  ডেভিলসরা। ৬৭ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডের গোলেই জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের। পিছিয়ে পরে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে সেল্টা ভিগো তবে, আর সমতায় ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত আর গোল না হলে ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে দুদল।