শরণখোলা উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের দৌড়ঝাঁপ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার
বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন দৌড়ঝাঁপ। বিশেষ করে ক্ষমতাসীন দলের একাধিক নেতাকর্মী মনোনয়ন পেতে নানাভাবে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সম্ভাব্য প্রার্থীদের প্রার্থিতা নিয়ে ছবিসহ নানা প্রচারণায় জমে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অনেক নেতাকর্মী ঢাকায় দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সুদৃষ্টি পেতে লবিং গ্রুপিং শুরু করেছেন। তারা ঢাকায় অবস্থানও করছেন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদ বলেন, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আমরা গণবিজ্ঞপ্তি জারি করেছি। ২৩ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ। ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। বৈধ প্রার্থীগণ ৩ অক্টোবরের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। ২০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ৫ সেপ্টেম্বর শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন মারা গেলে পদটি শূন্য হয়।
এছাড়াও একইদিনে জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ভুইয়া মারা গেলে পদটি শূন্য হয়। মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য এবং রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শরনখোলা উপ-নির্বাচনে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মরহুম কামাল উদ্দিন আকনের ছেলে মোঃ রায়হান উদ্দিন আকন (শান্ত)। দলীয় মনোনয়ন প্রত্যাশী শান্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের ভাতিজা।
আরও আছেন- শরণখোলা উপজেলা যুবলীগের আহ্বায়ক ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন। উদ্যমী এই জনপ্রতিনিধি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি শরণখোলা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক ছিলেন।
আছেন- শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা। মুক্তা শরণখোলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এর বাইরে রয়েছেন- বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ, ঢাকা মহানগর শাখার সভাপতি ও সাবেক ডাকসুর সাবেক সদস্য মোঃ আব্দুল হক হায়দার। শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকন।
সাইফুল ইসলাম খোকনের পিতা মাস্টার মফিজুল হক শরণখোলা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। সাইফুল ইসলাম খোকন বিআরডিবি‘র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও আছেন- শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাউথখালী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হোসেন। শরণখোলা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রীনা আক্তার সাগর।
এদিকে উপ-নির্বাচনে বিএনপির পক্ষ থেকেও প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে। দলীয় মনোনয়ন পেতে প্রচেষ্টা চালাচ্ছেন খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমান। উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ও সাউথখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনে পঞ্চায়েত। এছাড়া রয়েছেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান।
এনএস/