জামালপুরে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় জলাবদ্ধতা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:০৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
জামালপুরে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। রাস্তায় হাটু পানি হওয়ায় যান চলাচলসহ সাধারণ মানুষের পড়েছেন চরম দুর্ভোগে।
এলাকাবাসী জানায়, জামালপুর শহর প্রথম শ্রেণির পৌরসভা হলেও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই শহরের স্টেশন রোড, সর্দারপাড়া, মৃধাপাড়াসহ বিভিন্ন স্থানে পানি জমে যায়। এতে করে যান চলাচল এবং ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে পোহাতে হয় চরম দুর্ভোগ।
ভুক্তভোগীরা বলছেন, ‘ফ্লাইওভারের কাজ করায় ড্রেনগুলো ব্লক হয়ে আছে। এগুলো পরিষ্কার করা হলে এ জলাবদ্ধতার সৃষ্টি হতো না। এমন নাজুক অবস্থায় চলাচলের কোন উপায় নেই।’
তবে নতুন করে ড্রেনেজ ব্যবস্থা না হওয়া পর্যন্ত এই জলাবদ্ধতার সমাধান হবে না বলে স্বীকার করেছেন পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।
এআই//এমবি