ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং

প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ৫ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:১১ পিএম, ৫ মে ২০১৭ শুক্রবার

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
ব্যবসায়ী নেতাদের সঙ্গে জেলা প্রশাসকের বৈঠকে সিদ্ধান্ত হয়, রমজানে প্রতি কেজি চিনির সর্বোচ্চ পাইকারি মুল্য ৫৮ থেকে ৬০ টাকা, খুচরা পর্যায়ে ৬৩ টাকা। ছোলার পাইকারী পর্যায়ে ৭৫ থেকে ৮০ টাকা কেজি এবং খুচরা ৮০-৮৫ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া নিত্যপণ্যের বাজার মনিটরিং করতে জেলা প্রশাসনের উদ্যোগে ৫টি ভ্রাম্যামাণ টিমও গঠন করা হয়। এসময় ব্যবসায়ী নেতারা রমজানে চাঁদাবাজি বন্ধ ও যানজট নিরসনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।