ঢাকা, রবিবার   ৩০ জুন ২০২৪,   আষাঢ় ১৬ ১৪৩১

চবি থেকে ছাত্রলীগের ৩ কর্মীসহ আটক ৪

প্রকাশিত : ০৫:৪১ পিএম, ৫ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:১৬ পিএম, ৫ মে ২০১৭ শুক্রবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে ছাত্রলীগের ৩ কর্মীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে পুলিশ এ অভিযান চালায়। এর আগে গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৬টি হলে অভিযান চালায় পুলিশ। এসসয় পুলিশ বিশ্ববিদ্যালয়ের আমানত হল থেকে ৩২ রাউন্ড গুলি এবং বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে। পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয় এলাকায় আধিপত্য নিয়ে কয়েক দিন ধরে ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারি সিক্সটি নাইন এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বির অনুসারি সিএফসি গ্র“পের মধ্যে উত্তেজনা চলছিল। এ প্রেক্ষিতে গত রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় কমিটি।