ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

গণতন্ত্রের বুলি বছরের সেরা তামাশা

প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ৫ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:২০ পিএম, ৫ মে ২০১৭ শুক্রবার

যে বিএনপি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মুখে গণতন্ত্রের কথাকে জোকস্ বলছে, তাদের মুখেই বরং গণতন্ত্রের বুলি বছরের সেরা তামাশা বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কেরানীগঞ্জের বিআরটিএ কার্যালয়ে পরিবহন চালক-শ্রমিকদের নিয়ে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতামূলক এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, যে বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে সেনা অফিসারদের রক্তস্রোত ও পেট্রলবোমা দিয়ে মানুষ হত্যার রাজনীতি করেছে। দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন তাদের মুখে দুর্নীতির অপবাদ ভুতের মুখে রাম নামের মতো বলে মন্তব্য করেন তিনি।