লতাপাতায় জড়ানো বৈদ্যুতিক খুঁটিতে দুর্ঘটনার শঙ্কা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পার্শ্বে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বাতেনের মোড় এলাকায় ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুঁটিকে কাঁচা লতাপাতা জড়িয়ে রাখায় সেটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর না দেওয়ায় যে কোন দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।
স্থানীয়দের পক্ষে ইমরান মেহেদি, পলাশ শর্মা ও রাজা হোসেন জানান, ‘১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুঁটিকে কাঁচা লতাপাতা জড়িয়ে রাখায় খুব ভয়ে আছি। যেকোন সময়ে শর্টসার্কিটের মাধ্যমে বড় দুর্ঘটনা ঘটতে পারে।’
দুর্ঘটনা ঘটনার আগেই কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেয়া উচিত বলেও জানান তারা।
এআই//আরকে