কাজীপাড়ায় ৫ হাজার গাছের চারা বিতরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার | আপডেট: ০৬:৪১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার
মুজিব বর্ষ উপলক্ষে দেশব্যাপী এক কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় এই বছর সারা দেশে ৫০ লক্ষ্য গাছের চারা রোপনের লক্ষ্য নিয়ে কাজ করছে বিএটি বাংলাদেশের 'বনায়ন' প্রকল্প।
এরই অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিবেশ উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির তত্ত্বাবধানে ঢাকা মিরপুরের কাজী পাড়ায় পাঁচ হাজার গাছের চারা প্রদান করেছে ‘বনায়ন’ প্রকল্প।
ঢাকা শহরব্যাপী মোট এক লক্ষ্য গাছের চারা দিয়ে সবুজায়নে সহযোগীতা করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি বাংলাদেশ) এর 'বনায়ন' প্রকল্প। যার অংশ হিসেবে সম্প্রতি মিরপুরের পূর্ব শেওড়াপাড়ায় ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশিদ জনির কাছে পাঁচ হাজার চারা হস্তান্তর করেন বিএটি বাংলাদেশ এর প্রতিনিধি।
অনুষ্ঠানে বিএটি বাংলাদেশের সিনিয়র সাসটেইনএবিলিটি অ্যাফেয়ার্স ম্যানেজার আহমেদ রায়হান আহসানউল্লাহ বলেন, "মুজিববর্ষের এই বছরটিতে আমাদের "বনায়ন" প্রকল্পের ৪০ বছরপূর্তি হল। এই বছর "বনায়ন" প্রকল্প - নাগরিক ঢাকা ফাউন্ডেশনের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ঢাকা শহরে ১ লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে। সবুজ ঢাকা গড়ে তোলার আমাদের এই প্রচেষ্টায় ঢাকা সিটি কর্পোরেশনকে সাথে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত |"
এর আগে গত ২৫ আগষ্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) এলাকায় ১ লাখ গাছ লাগানোর কর্মসূচী উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।