ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

টানা বৃষ্টিতে দুর্ভোগে বরিশালের নিম্ন আয়ের মানুষ

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

সাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে কয়েক দিনের টানা বর্ষণে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে কীর্তনখোলাসহ বেশ কিছু নদীর পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয় অফিস। এতে বরিশালসহ আশেপাশের বেশ কিছু নদীর পাড়ে ভাঙ্গনের সৃষ্টি হয়।

টানা তিনদিনের ভারি বৃষ্টিপাতে নগরীর অলি গলিতে পানি প্রবেশ করেছে। এতে করে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের বহু মানুষ। অনেক জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। 

এআই/এনএস/