ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

সেভিয়াকে ১-১ গোলে রুখে দিলো রিয়াল সোসিয়েদাদ

প্রকাশিত : ০৯:১১ এএম, ৬ মে ২০১৭ শনিবার | আপডেট: ০৯:২০ এএম, ৬ মে ২০১৭ শনিবার

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় সেভিয়াকে ১-১ গোলে রুখে দিলো রিয়াল সোসিয়েদাদ।
ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে গিয়েও জয় পায়নি সেভিয়া। প্রথমার্ধের ৪১ মিনিটে মিডফিল্ডার পাবলো সারাবিয়া গোল করলে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় সেভিয়া। পিছিয়ে পরে দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে রিয়াল সোসিয়েদাদ। ৬১ মিনিটে মেক্সিকান ফরোয়ার্ড কার্লোস ভেলা গোল করে সমতায় ফিরে সোসিয়েদাদ। নির্ধারিত সময়ে আর গোল না হলে ১-১ এ সমতা থেকে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।