ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

জয় পেয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড

প্রকাশিত : ০৯:১২ এএম, ৬ মে ২০১৭ শনিবার | আপডেট: ০৯:১৮ এএম, ৬ মে ২০১৭ শনিবার

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।
লন্ডন স্টেডিয়ামে ম্যাচে প্রথম থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে দুদল। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। গোল শূন্যতে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের গোলেই নিজেদের মাঠে জয় তুলে নেয় ওয়েস্ট হ্যাম। ৬৫ মিনিটে জয়ের একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যানুয়েল ল্যানজিনি। এই জয়ে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে ওয়েস্ট হ্যাম। আর ৭৭ পয়েন্টে টটেনহ্যাম রয়েছে দ্বিতীয় স্থানে।