ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

দেশের নিয়ন্ত্রক হয়ে উঠছে যারা তারা দেশের স্বাধীনতা চায়নি

প্রকাশিত : ০২:৩২ পিএম, ৬ মে ২০১৭ শনিবার | আপডেট: ০৪:৪৪ পিএম, ৬ মে ২০১৭ শনিবার

যারা দেশের স্বাধীনতা চায়নি তারাই দেশের নিয়ন্ত্রক হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন, মানবাধিকার নেত্রী সুলতানা কামাল।

জাতীয় প্রেসক্লাবে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার-এর ১০৬ জন্ম বার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দেশপ্রেমের জন্য এখন কেউ রাজনীতি করছে না বলেই নতুনপ্রজন্ম রাজনীতি বিমূখ হয়ে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক গীতি আরা নাসরিন, ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।