ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

এভারটনকে ১-০ গোলে হারিয়েছে সোয়ানসি সিটি

প্রকাশিত : ০৯:৫৪ এএম, ৭ মে ২০১৭ রবিবার

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে এভারটনকে ১-০ গোলে হারিয়েছে সোয়ানসি সিটি।

ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে ম্যাচ জয়ের গোলের দেখা পায় সোয়ানসি সিটি। ২৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড ফার্নান্দো লোরেন্তে। প্রথমার্ধে ১-০তে বিরতিতে যায় দুদল। পিছিয়ে পরে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে এভারটন। তবে, বেশ কিছু আক্রমণ চালালেও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। এই জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে টেবিলের ১৭ নম্বরে রয়েছে সোয়ানসি সিটি। আর ৭ নম্বরে থাকা এভারটনের পয়েন্ট ৫৮।