গাজীপুরে পুলিশের ওপর হামলা করায় মামলা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২০ শনিবার | আপডেট: ১১:৫৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২০ শনিবার
গাজীপুরের শ্রীপুরে জাতীয় জরুরি সেবায় (ত্রিপল নাইনে) ফোন পেয়ে অপহরণকারীদের উদ্ধারে যাওয়ায় পুলিশের উপ-পরিদর্শকসহ ৩ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এসময় তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পরে পুলিশের একাধিক দল গিয়ে অভিযান চালিয়ে ৫ অপহরণকারীসহ ৫ ভিকটিম উদ্ধার করা হয়।
এদিকে গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেন, তাজুল ইসলাম, আব্দুল রহমান, মো.আজাহার, রোশনী বেগম ও মনিষা মনি মনিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গেল রাতে ৯৯৯ এ ফোনে অপহরণের খবর পেয়ে উপ-পরিদর্শক রফিকুল ইসলাম,কনেস্টবল মো. খোরশেদ আলম ও মিজানুর রহমান রাজাবাড়ী এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে অপহরণকারীরা পুলিশ সদস্যদেরও জিম্মি করে ফেলে। এঘটনায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ায় পৃথক দুটি মামলা হয়েছে।
কেআই/