বেতিসের বিপক্ষে কষ্টের জয় রিয়ালের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৩৪ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
আগের তিনবারের মুখোমুখি লড়াইয়ে রিয়াল বেতিসের বিপক্ষে জয় পায়নি রিয়াল মাদ্রিদ। এমন কঠিন প্রতিপক্ষকে হারিয়ে লা লিগার নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের ধারায় ফিরলো জিনেদিন জিদানের দল। তবে হারের শঙ্কায়ও পড়েছিল তারা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ৩-২ গোলের ব্যবধানে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। ফেদে ভালভেরদের গোলে এগিয়ে যায় রিয়াল। বেতিসের এইসা মান্দি ও উইলিয়াম কারবাইয়োর লক্ষভেদে পিছিয়ে পড়ে তারা। তবে প্রতিপক্ষের ভুলে আত্মঘাতী থেকে একটি গোল পেয়ে সমতায় আসে রিয়াল। পর পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন অধিনায়ক সের্হিও রামোস।
ম্যাচের চতুর্দশ মিনিটে উরুগুয়ান মিডফিল্ডার ফেদেরিকোর গোলে এগিয়ে যায় রিয়াল। প্রথম ২০ মিনিট বল দখলে রাখা রিয়াল ধীরে ধীরে ছন্দ হারিয়ে ফেলে। তাদের ওপর চাপ বাড়ায় বেতিস। দ্রুত সাফল্যও পায় তারা; দুই মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠিয়ে এগিয়ে যায় তারা।
৩৫তম মিনিটে আলজেরিয়ান মিডফিল্ডার আইসা মাদি’র হেডে সমতা ফেরায় বেতিসকে। এর দুই মিনিটের মধ্যে স্বাগতিকদের এগিয়ে নেন পর্তুগিজ মিডফিল্ডার উইলিয়াম কাভালহো। ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৮ মিনিটে বল রুখতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন বেতিসের রাইট-ব্যাক এমারসন। বেনজেমার উদ্দেশে দানি কারভাহালের বাড়ানো পাস ঠেকাতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এর মধ্য দিয়ে ম্যাচে সমতায় ফেরে জিদানের দল।
আক্রমণ-পাল্টা আক্রমণে চলা ম্যাচে টার্নিং পয়েন্ট হয়ে আসে একটি ফাউলের ঘটনা। আক্রমণ প্রতি আক্রমণে ছুটে যাওয়া লুকা ইয়োভিচকে পেছন থেকে ফাউল করায় দীর্ঘক্ষণ ভিএআরে দেখে এমেরসনকে রেফারি লালকার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল।
ম্যাচের ৮২তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন রামোস। ডি-বক্সে বেতিসের খেলোয়াড় মার্ক বাত্রার হাতে বল লাগলে দীর্ঘক্ষণ ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সুযোগটি হাত ছাড়া করেননি রিয়াল অধিনায়ক।
এর আগে শিরোপা ধরে রাখার অভিযানে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে গোলশূন্য ড্র করেছিল রিয়াল। আর টানা দুই জয়ের পর হারল বেতিস। ফলে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের পয়েন্ট ৪। আর ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বেতিস।
এএইচ/