বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ড.আতিউর রহমান
প্রকাশিত : ০১:২৭ পিএম, ১৫ মার্চ ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:৪৫ পিএম, ১৫ মার্চ ২০১৬ মঙ্গলবার
বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ড.আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ১০০মিলিয়ন ডলার হ্যাকিং এর ঘটনায় পদত্যাগ করলেন গর্ভনর। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ শেষে পদত্যাগের কথা জানান তিনি। আর গভর্ণরের দায়িত্ব দেয়া হয়েছে ডেপুটি গভর্ণর ড.আবুল কাশেমকে
নিউইউর্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের ১০০ মিলিয়ন ডলার প্রায় ৮০০ কোটি টাকা হ্যাংকিং করে চুরির ঘটনায় সমালোচনার মুখে পড়েন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড.আতিউর রহমান।এই ঘটনায় সোমবার রাতেই গর্ভণের সমালোচনা করে পদত্যাগের কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
আর মঙ্গলবার সকাল ১১টায় পদত্যাগ পত্র নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান ড.আতিউর। পরে নিশ্চিত করা হয় তার পদত্যাগের খবর।
আর অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেয়া হয়েছে ডেপুটি গভর্ণর ড. আবুল কাশেম কে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাট ও সামগ্রিক পরিস্থিতে অর্থমন্ত্রীর ডাকা সংবাদ সম্মেলন দুই দফায় সময় পিছিয়ে পড়ে বাতিল করা হয়।