ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

জাতীয় মহিলা ভলিবল দল গঠনে প্রশিক্ষন কর্মসূচী শুরু

প্রকাশিত : ০৩:১২ পিএম, ৭ মে ২০১৭ রবিবার | আপডেট: ০৭:১৬ পিএম, ৭ মে ২০১৭ রবিবার

জাতীয় মহিলা ভলিবল দল গঠনে আবাসিক প্রশিক্ষন কর্মসূচী শুরু করেছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন।
রোববার দুপুরে রাজধানীতে ফেডারেশন মাঠে কর্মসূচীর উদ্বোধন করেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তাসফিন আহমেদ, ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম। অনুর্ধ-১৬, ট্যালেন্ট হান্ট, আন্তঃজেলা বিজয়ী ও বাংলাদেশ পুলিশ থেকে চূড়ান্ত পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্দেশে কর্মসূচীটি চালু করেছে ফেডারেশন। মোট ১৮ জন অংশগ্রহণকারীকে কর্মসূচী থেকে নির্বাচিত করা হবে।