বাধ নির্মানে অনিয়ম ও দুর্নীতির দায়ভার সরকারকেই নিতে হবে
প্রকাশিত : ০৩:১৩ পিএম, ৭ মে ২০১৭ রবিবার | আপডেট: ০৭:১৫ পিএম, ৭ মে ২০১৭ রবিবার
সুনামগঞ্জের হাওর এলাকায় বাধ নির্মানে অনিয়ম ও দুর্নীতির দায়ভার সরকারকেই নিতে হবে বলে দাবি জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি- সিপিবি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ।
রোববার দুপুরে রাজধানীর পল্টনে সিপিবি’র রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। হাওর এলাকায় বাঁধ নির্মানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ঠিকাদার ও সংশ্লিষ্টদের গাফলতির চিত্র তুলে ধরে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, অসময়ে বন্যার পানিতে ফসল ডুবে যাওয়ায় হাওরের ২৪ লাখ পরিবার মানবেতর জীবনযাপন করছেন। অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা দেয়ার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।