বারোমাসি আম ‘গোল্ডেন ম্যাংগো’ (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:২০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে বারোমাসি আম- গোল্ডেন ম্যাংগো। জেলার শিবগঞ্জের বলুটুঙ্গী গ্রামের এনামুল হক এই আম চাষ করে সফল হয়েছেন।
ভিয়েতনামী গোল্ডেন ম্যাংগো আম একটি বারোমাসি জাত। তিন বছর আগে প্রবাস থেকে ফিরে ছয় বিঘা জমিতে ৬০টি চারা দিয়ে গড়ে তুলে গোল্ডেন ম্যাংগো বাগান। এখন এখানে গাছ আছে ৬শ’। এই বাগান এখন মুকুল, গুটি, কাঁচা আম ও পরিপক্ক হলুদাভ আমে শোভিত।
একটি পাকা আমের ওজন কম-বেশি ৩শ গ্রাম। বছরে তিনবার ফলন পাওয়া যায়। দামও বেশি ৬ থেকে ৭শ টাকা কেজি।
বারোমাসি গোল্ডেন ম্যাংগো আম চাষী এনামুল হক বলেন, ‘সাধারণত আমাদের দেশে একবারের বেশি আম ধরে না। সেখান থেকে আমার মাথা আসে যে এই আম আমাদের চাষ করা দরকার। আমি কলম করি। আর এর ৯ মাসের মধ্যেই গাছে মুকুল আসে। যখন আমের মৌসুম নয়, তখন আমি ২৫ থেকে ৩০ হাজার টাকার আম বিক্রি করেছি।’
এই আম বাগানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের।
বাগানে কর্মরত শ্রমিকরা জানান, এই আম ৭শ’ থেকে ৮শ’ টাকা কেজিতে বিক্রি হয়। খেতেও বেশ ভালো।
প্রথম উদ্যোগ সফল হওয়ায় অনেকেই এ গোল্ডেন ম্যাঙ্গোর বাগান গড়ায় আগ্রহী। চাঁপাইনবাবগঞ্জের মাটিও এই জাতের আম চাষে উপযোগি, বলছে কৃষি বিভাগ।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম বলেন, ‘এ আম চাষ করে কৃষক উপকৃত হচ্ছেন। অনেকেরই আগ্রহ সৃষ্টি হয়েছে। চারিদিকে এর চাহিদা বেড়েছে। পাশাপাশি স্থানীয় জাতের সঙ্গে এটা টিকে আছে।’
চাষিদের আশা নতুন জাতের এই আম বাংলাদেশের ফল চাষে নতুন মাত্রা যোগ করবে।
এসএ/