ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

প্রধানমন্ত্রীর জন্মদিনে মসজিদ-উপাসনালয়ে প্রার্থনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার | আপডেট: ০২:৫৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও বিভিন্ন উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সোমবার বাদ যোহর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রধানমন্ত্রী সুস্থ-শান্তিময় ও দির্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 

ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত বিশেষ প্রার্থনায় প্রধানমন্ত্রীর জন্য দীর্ঘায়ুও কামনা করা হয়। 

তেজগাঁও চার্চের বিশেষ প্রার্থনায় যোগ দেন খ্রিষ্ট ধর্মালম্বীরা। 

এছাড়া রাজধানীর মেরুল বাড্ডায় ধর্মরাজিক বৌদ্ধ বিহারে বুড্ডিস্ট ফেডারেশনে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। অংশ নেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। 

এমবি//