ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

করোনায় বিটিভির সাবেক ডিজি ওয়াজেদ আলীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমএসইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

করোনায় আক্রান্ত হয়ে ওয়াজেদ আলী খানের স্ত্রী রেহেনা বেগমও বিএমএসইউতে চিকিৎসাধীন আছেন।

ওয়াজেদ আলী খানের ছোট ভাই মির্জাপুর এসকে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ  শিক্ষক  মো. লিয়াকত আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) করোনার উপসর্গ দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয় ওয়াজেদ আলী খানকে। পরীক্ষা-নিরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। 

গতকাল সোমবার বাদ এশা মির্জাপুর উপজেলার ভাওড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামাজে জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

ওয়াজেদ আলী খান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া সরকারপাড়া গ্রামের মৃত মো. আছমত আলী খানের ছেলে। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে তিনি তৃতীয় ছিলেন। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

ওয়াজেদ আলী খান বিটিভির মহাপরিচালক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক, অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসির সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান)-সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এএইচ/এমবি