ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

টাইগারদের জন্য সুখবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পরদিনই সুখবর পেলো বাংলাদেশ ক্রিকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলার সূচি চূড়ান্ত হয়েছে টাইগারদের। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই সফরের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেসি)।

মার্চে হবে দুই দলের সীমিত ওভারের সিরিজ। ওয়ানডে দিয়ে শুরু হওয়া সফরের প্রথম ম্যাচ হবে ১৩ মার্চ ডানেডিনে। টাইগারদের সফর শেষ হবে ২৮ মার্চ হ্যামিলটনে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে।

আসন্ন গ্রীষ্মকালীন মৌসুমের জন্য নিজেদের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যা শুরু হবে আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে এবং শেষ হবে মার্চে বাংলাদেশকে আতিথেয়তা দেয়ার মাধ্যমে।

দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতার ভিত্তিতে স্থগিত করা হয়েছে বাংলাদেশ দলের এবারের শ্রীলঙ্কা সফর। 

গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, শ্রীলঙ্কার শর্ত মেনে এ মুহূর্তে বাংলাদেশের পক্ষে তিন টেস্টের সিরিজ খেলতে যাওয়া সম্ভব নয়। লঙ্কান বোর্ডকে নতুন সূচি তৈরির অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বিসিবি।

এএইচ/এমবি