ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৫ ১৪৩১

ঐশির রায় যেকোন দিন

প্রকাশিত : ০৬:১৫ পিএম, ৭ মে ২০১৭ রবিবার | আপডেট: ০৭:০৯ পিএম, ৭ মে ২০১৭ রবিবার

বাবা-মাকে হত্যার দায়ে ঐশি রহমানের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ, যেকোন দিন রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আদালত।
আদালতের রায়ের বিরুদ্ধে আসামীর আইনজীবীর করা আপিল প্রেক্ষিতে ১৩ কার্যদিবস শুনানী  হয়েছে। রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানী শেষে মামালাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। ১২ মার্চ আপিল ও ডেথ রেফারেন্সের উপর শুনানী শুরু হয়। ২০১৩ সালের আগস্টে বন্ধুদের সহায়তায় নিজ বাসায় বাবা-মাকে খুন করে ঐশী।