ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

অপকৌশল নিতেই এরশাদের নতুন জোট

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ৭ মে ২০১৭ রবিবার | আপডেট: ০৭:৫৯ পিএম, ৭ মে ২০১৭ রবিবার

নির্বাচনে অপকৌশল নিতেই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মহাজোটে থেকে বেরিয়ে নতুন জোট করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে দলের ঢাকা মহানগর দক্ষিণের কর্মীসভায় একথা বলেন তিনি।
নতুন কমিটি ঘোষণার পর মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের প্রথম কর্মীসভা। দলকে সুংসগঠিত করতে কাজ কয়ে যাওয়ার ঘোষণা দেন নতুন সভাপাতি।
আলোচনায় অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, রাজপথে আন্দোলন করে সরকারকে সমুচিত জবাব দেয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, সংগঠনকে আরো সুশৃংখলও  শক্তিশালী করতে হবে। সরকার নির্বাচনকে বানচাল করতে অপকৌশল নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি দাবি করেন, জনগন ভোটের সুযোগ পেলে বিএনপিই ক্ষমতায় আসবে। ক্ষমতাসীনরা লুটপাট ও দখল ছাড়া দেশের কোনো উন্নয়ন করেনি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
ভিশন টোয়েন্টি থার্টি নিয়ে বিএনপি আগামী নির্বাচনে কাজ করবে বলেও জানান দলের মহাসচিব।