ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

সাতক্ষীরায় দেড় কেজি স্বর্ণসহ চোরাকারবারী আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১০:২২ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২০ বুধবার

সাতক্ষীরায় দেড় কেজি স্বর্ণসহ সাব্বির হোসেন (১৮) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক চোরাকারবারী সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের হারুন অর-রশিদের ছেলে।

সীমান্তের পিলার ৭/৪৯-এস হতে ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বৈকারী নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

সাতক্ষীরা-৩৩ বিজিবির লেঃ কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বুধবার সকালে জানান, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদে বৈকারী বিওপির টহল কমান্ডার সুবেদার শ্রী অনিত কুমার কুন্ডুর নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। 

অভিযানকালে চোরাকারবারী সাব্বির হোসেনকে একটি সুজুকি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৫৭০ গ্রাম।

তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণের মূল্য ৯৪ লাখ ২১ হাজার ৭২৭ টাকা। আটক চোরাকারবারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

এমবি//