ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

সাংসদ শেখ হেলাল উদ্দিনের মায়ের সুস্থতা কামনায় দোয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২০ বুধবার

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী মোসাঃ রাজিয়া নাসেরের সুস্থ্যতা কামনায়  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ বায়তুশ শরফ আদর্শ আলিম মাদরাসা মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ষাটগম্বুজ খানজাহানিয়া জব্বারিয়া এতিমখানার সভাপতি এসএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু।

এসময়, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের সহকারি একান্ত সচিব শেখ মো. সোহাগ, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাগেরহাট জেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমান, ষাটগম্বুজ বায়তুশ শরফ হেফজ খানার সভাপতি শেখ শামীশ হাসান, ষাটগম্বুজ খানজাহানিয়া জব্বারিয়া এতিমখানার সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামসহ মাদরাসা ও এতিমখানার শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মোসাঃ রাজিয়া নাসেরের রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন হাফেজ মাওলানা সৈয়দ মোঃ খালিদ আহমাদ। অসুস্থ রাজিয়া নাসের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের সহধর্মিনী ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার চাচী।
কেআই//