বরগুনায় বিদ্যালয়ে শিক্ষক সংকট
প্রকাশিত : ০৯:০১ এএম, ৮ মে ২০১৭ সোমবার | আপডেট: ০১:০৫ পিএম, ৮ মে ২০১৭ সোমবার
বরগুনার সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট চরমে। জেলার প্রধান দুটি সরকারি স্কুলে পদের বিপরীতে শিক্ষক আছেন অর্ধেকেরও কম। এতে ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান। পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা।
প্রভাতি-দিবা শাখা মিলিয়ে বরগুনা জেলা স্কুলে শিক্ষকের পদ ৫২। আছেন ২৫ জন। আর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫০ জনের স্থানে আছেন মাত্র ১৮ জন শিক্ষক। এই দু’টি বিদ্যালয়ে ইংরেজি, বিজ্ঞান ও হিন্দু ধর্মসহ বিষয়ভিত্তিক শিক্ষকের বেশির ভাগ পদই শূন্য। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। ফলাফলের দিক থেকে পিছিয়ে পড়ছে স্কুল দুটি।
শুধু সরকারি স্কুলেই নয়; জেলার ১০৭টি বেসরকারি স্কুলও চলছে একই সংকট নিয়ে।
শিক্ষকরা বলছেন, বাড়তি ক্লাসের চাপে সঠিকভাবে পাঠদান সম্ভব হচ্ছে না। স্কুলগুলোর এই সংকটে উদ্বিগ্ন অভিভাবকরা।
স্থানীয় প্রশাসনের আশা শিগগিরই সমস্যার সমাধান হবে। বলেছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তবে আর আশ্বাস নয়, শিক্ষার্থীদের পড়লেখা নিশ্চিত করতে শিগগিরই শিক্ষক সংকটের সমাধান চায় বরগুনাবাসী।