ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে বাগেরহাটে প্রচারণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২০ বুধবার

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় শিশুদের পানিতে ডুবে মরা প্রতিরোধে সেপ্টেম্বর-অক্টোবর মাস ব্যাপী প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। 

বুধবার বাগেরহাট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় মাসব্যাপী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বাগেরহাট জেলায় ফকিরহাট উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের কাটাখালি হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে জনগণকে শিশুদের পানিতে ডুবে মরা প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং করা হয়।
 
মাসব্যাপী জেলার পঁচাত্তরটি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম।
কেআই//