ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২ এএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে গত ২০ সেপ্টেম্বর করোনা পরীক্ষার মধ্য দিয়ে হোটেল সোনারগাঁয়ে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়েছিল ২৭ সদস্যের বাংলাদেশ দল। তবে ২৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষণা অনুযায়ী সফর স্থগিত হওয়ায় এদিনই টিম হোটেল ছাড়ে ক্রিকেটাররা। যদিও এটা ছিল ৩ দিনের ছুটি।

ওইদিন বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী জানান, ৩ দিনের ছুটি শেষে আবারও করোনা পরীক্ষা করে জৈব সুরক্ষা বলয়ে টিম হোটেলে উঠবে ক্রিকেটাররা। সে অনুযায়ী বুধবার জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ দল ও কোচিং স্টাফ মিলে প্রায় একশ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

আজ কোভিড পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জাতীয় দলকে হোটেল সোনারগাঁয় ১৫ দিন ও অনূর্ধ্ব-১৯ দলকে সাভারে বিকেএসপিতে রেখে অনুশীলন করানো হবে।

‘জৈব সুরক্ষা বলয়ে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের অনুশীলন। 

স্বাস্থ্য-মন্ত্রণালয়, বিকেএসপি ও হোটেল কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সেফটি মিরর বাবলগুলো আছে যে স্থাপনাগুলো খেলোয়াড়রা ব্যবহার করবে যেমন, ট্রেনিং ভেন্যু, জীম, আবাসিক, ট্রান্সপোর্ট অর্থাৎ সবকিছু মিলে একটা জৈব সুরক্ষা বলয় তৈরি করা হবে।
এসএ/