ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

জয় পেয়েছে মালাগা

প্রকাশিত : ১০:৫৯ এএম, ৮ মে ২০১৭ সোমবার | আপডেট: ১২:৪৫ পিএম, ৮ মে ২০১৭ সোমবার

স্প্যানিস লা লিগায় মালাগা জয় পেয়েছে। সেল্টা ভিগোকে ৩-০ গোলে হারিয়েছে কারা।
নিজেদের মাঠে শুরু খেকেই সেল্টা ভিগোর উপর চড়াও হয় মালাগা। ২৬ মিনিটে জাভি অন্তিভেরোসের গোলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহদ রাখে মালাগা। ফলে আরো ২ গোল আদায় করে নেয় তারা। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রেসিও। এরপর খেলারঅতিরিক্ত সময়ে রামিরেজ গোল করলে ৩-০ গোলের জয় পায় মালাগা। এ জয়ে ৩৬ খেলা থেকে ৪৫ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। আর ৩৫ খেলায় ৪৪ পয়েন্ট পেয়েছে সেল্টা ভিগো।