ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে আর্সেনাল

প্রকাশিত : ০১:০৬ পিএম, ৮ মে ২০১৭ সোমবার | আপডেট: ০৩:৩৫ পিএম, ৮ মে ২০১৭ সোমবার

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও গোলের দেখা পায়নি কোন দলই। দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্রা বাড়ায় আর্সেনাল। খেলার ৫৪ মিনিটে ঝাকার দুরপাল্লার শট জালে আশ্রয় নিলে ১-০ তে এগিয়ে যায় গানাররা। এর ৩ মিনিট পরই ওয়েলব্যাক হেডে জয়সূচক গোলটি করেন। এ জয়ে ৩৪ খেলা থেকে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এলো আর্সেনাল। আর ৩৫ খেলায় ৬৫ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।