এসি মিলানকে হারিয়েছে রোমা
প্রকাশিত : ০১:০৭ পিএম, ৮ মে ২০১৭ সোমবার | আপডেট: ০৩:৩৪ পিএম, ৮ মে ২০১৭ সোমবার
ইতালিয়ান ফুটবল লিগ সিরি আ তে এসি মিলানকে ৪-১ গোলে হারিয়েছে রোমা।
প্রতিক্ষের মাঠে এডিন ডেকোর জোড়া গোলে প্রথমার্ধে ২-০ তে এগিয়ে যায় রোমা। ৮ মিনিটে ও ২৮ মিনিটে দলের প্রথম দুটি গোলই আসে রোমার ফরোয়ার্ড এডিন ডেকোর কাছ থেকে। ৭৬ মিনিটে এসি মিলানের হয়ে গোল করে ব্যবধান কমান মিডফিল্ডার মারিও পাসালিক। ৭৮ মিনিটে রোমার হয়ে গোল করে ব্যবধান বাড়ান ইতালিয়ান ফরোয়ার্ড স্টিফেন শারাওয়ি। আর ৮৭ মিনিটে রোমার চতুর্থ গোলটি আসে ড্যানিয়েল ডি রোসির কাছ থেকে।