জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি ১৫ মে পর্যন্ত মুলতবি
প্রকাশিত : ০২:০২ পিএম, ৮ মে ২০১৭ সোমবার | আপডেট: ০৩:২৪ পিএম, ৮ মে ২০১৭ সোমবার
দুর্নীতির দুই মামলায় বিশেষ আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরমধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি আগামী ১৫ মে পর্যন্ত মুলতবি করেছেন আদালত।
সোমবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লার আদালতে হাজির হন হন খালেদা জিয়া। পরে তার আইনজীবীরা আত্মপক্ষের সমর্থন মুলতবি চেয়ে সময়ের আবেদন করেন। শুনানি শেষে ১৫ মে পর্যন্ত শুনানি মুলতবির আদেশ দেন বলে জানান খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। সেই সঙ্গে আত্মপক্ষ সমর্থনেরও নির্দেশ দেয়া হয়। জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন।