হন্ডুরাসের ২,০০০ অভিবাসী পায়ে হেঁটে গুয়াতেমালায় গিয়েছেন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:২৯ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় হন্ডুরাসের প্রায় ২,০০০ অভিবাসী গতকাল বৃহস্পতিবার সকালে পায়ে হেঁটে গুয়াতেমালায় এসে পৌঁছেছে। গুয়াতেমালার অভিবাসন কর্তৃপক্ষের অভিবাসীদের নিবন্ধন করার পরিকল্পনা করেছিল বলে দাবি করছে। খবর ভয়েস অব আমেরিকা’র।
অভিবাসীদের যারা ফিরে যেতে ইচ্ছুক তাদের সাহায্য করার পরিকল্পনা করেছিল গুয়েতমালার অভিবাসন কর্তৃপক্ষ। তবে অভিবাসীরা নিবন্ধন ছাড়াই কোরিনটোতে সীমান্ত অতিক্রম করেছে। অভিবাসীদের তুলনায় কর্মকর্তার সংখ্যা কম থাকায় তাদের থামানোর কোন চেষ্টাই করেনি। পার হওয়ার আগে কর্টেসের ১৭ বছর বয়সী এডুইন ওমর মলিনো বলেন, তিনি হন্ডুরাস ছেড়ে চলে যেতে চেয়েছিলেন কারণ তিনি সেখানে কাজ খুঁজে পাননি। দেশ পরিচালনার ক্ষেত্রে প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ ব্যর্থ বলে দোষারোপ করেন তিনি।
মধ্য আমেরিকার অভিবাসীরা সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তার জন্য এবং কিছু ক্ষেত্রে চোরাচালানকারীদের খরচ এড়াতে বড় দলে ভ্রমণ শুরু করে।
এমএস/