ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে স্বামীর নির্যাতনে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা বধূর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার | আপডেট: ০৬:৪৯ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ পারভীন আক্তার- একুশে টেলিভিশন

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ পারভীন আক্তার- একুশে টেলিভিশন

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুরে মাদকাসক্ত স্বামীর নির্যাতনের শিকার হয়ে ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ। অবশেষে আজ শুক্রবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেলে চিকিৎসাধীন মারা যান পারভীন আক্তার (২২) নামের এ গৃহবধু। অভিযুক্ত স্বামী নূর ইসলাম সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের দারাজ আলীর ছেলে। 

জানা যায়, পারভীন আক্তার গেল ১৭ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গী উপজেলার মালঞ্চা গ্রামে পিত্রালয়ে বেড়াতে যান। ১৯ সেপ্টেম্বর বাড়ি ফেরার পর স্বামী নূর ইসলাম তাকে পাশবিক নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে। লোহার রড় দিয়ে পিটিয়ে অন্তঃসত্ত্বা পারভীন আক্তারের হাত ও পা ভেঙে দেন নূর ইসলাম। 

পরে স্থানীয়রা রক্তাক্ত পারভীনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
 
চিকিৎসা শেষে দুইদিন আগে বাড়িতে ফিরেন পারভীন। এ সময় ফের অবস্থার অবনতি হলে তাকে স্বজনরা বৃহস্পতিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান পারভীন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু জানান, স্বামীর নির্যাতনে নিহত গৃহবধূ পারভীন আক্তারের মরদেহ দাফনে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত নূর ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারগারে রাখা হয়েছে।’

এমএস/