ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৮ ১৪৩১

বেনাপোল দিয়ে ফিরে গেলেন রিভা গাঙ্গুলী দাশ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৫ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার | আপডেট: ০৯:৩৫ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

রিভা দাশকে শুভেচ্ছা জানাচ্ছেন বেনাপোল কাস্টমস’র উপ-কমিশানার শামিমুর রহমান- একুশে টেলিভিশন

রিভা দাশকে শুভেচ্ছা জানাচ্ছেন বেনাপোল কাস্টমস’র উপ-কমিশানার শামিমুর রহমান- একুশে টেলিভিশন

বেনাপোল চেকপোষ্ট দিয়ে আজ শুক্রবার বিকালে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ নিজ দেশ ভারতে ফিরে গেছেন। তিনি ঢাকা থেকে বিমান যোগে যশোর আসেন। এরপর সড়ক পথে বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করেন বলে নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব। 

জানা যায়, বিকাল ৪ টা নাগাদ তিনি সীমান্ত পার হয়ে গেছেন। গেল বছরের ১ মার্চ তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার পদের দায়িত্বভার গ্রহণ করেন। রিভার স্বল্পকালিন দায়িত্বের মধ্যেই বাংলাদেশ-ভারতসহ সারাবিশ্ব করোনা মহামারির কবলে পড়ে। এই সংকটকালে তিনি দক্ষতার সঙ্গে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সু-উচ্চ পর্যায় নিতে সক্ষম হন। গত বুধবার তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সাথে বিদায়ী আলোচনা শেষ করেন। তার স্থলে নতুন হাই কমিশনার আসছেন বিক্রম দোরাইস্বামী। 

এদিকে রিভা দাশ গাঙ্গুলী ফিরে যাওয়ার সময় চেকপোষ্ট ইমিগ্রেশনে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বেনাপোল কাস্টমস হাউজের উপ-কমিশানার শামিমুর রহমান। 

এমএস/