ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন মারিয়া শারাপোভা

প্রকাশিত : ১০:২৯ এএম, ৯ মে ২০১৭ মঙ্গলবার

মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন রুশ তারকা মারিয়া শারাপোভা।

এ রাউন্ডে কানাডার ইউজিনি বুচার্ডের কাছে হারেন তিনি। প্রথম সেটে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে ৭-৫ গেমে হারেন শারাপোভা। এরপর দ্বিতীয় সেটেই ঘুরে দাড়ান এ রুশ কণ্যা। সেট জেতেন ৬-২ গেমে। কিন্তু তৃতীয় ও ফাইনাল সেটে আর কুলিয়ে উঠতে পারেননি। বুচার্ডের প্লেসিং শটের সামনে হার মানতে হয় তাকে। ৬-৪ গেমে সেট হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন তিনি। আর পরবর্তী রাউন্ড নিশ্চিত করেন কানাডার ইউজিনি বুচার্ড।