ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

টোকেন পেতে ভোগান্তির অভিযোগ প্রবাসীদের (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার | আপডেট: ০৪:১৫ পিএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার

সৌদি আরব থেকে দেশে ফিরে করোনা পরিস্থিতিতে আটকেপড়া প্রবাসীদের ফিরতি টিকেট পেয়েছেন ৬শ’ জন। যাদের ভিসা ও আকামার মেয়াদ কম তাদের টিকেট দেয়া হচ্ছে আগে। তবে অনেকেই টোকেনও পাননি এখনও। তাদের মধ্যে টিকেট না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, আছে নানা ভোগান্তির অভিযোগও।

মতিঝিল বিমান বাংলাদেশের অফিসের সামনের দীর্ঘ লাইন সৌদি প্রবাসীদের। ১ অক্টোবর থেকে টোকেনের ভিত্তিতে দেয়া হচ্ছে টিকিট। আছে টোকেন প্রত্যাশীদের ভিড়।

যাদের আকামার মেয়াদ কম- এখন টিকিট দেয়া হচ্ছে তাদেরই। তবে অনেকেই সংশয়ে আছেন কবে যেতে পারবেন সৌদিতে।

শনিবার বিমান বাংলাদেশ ৩শ’ জনকে টিকিট দিয়েছে। পর্যায়ক্রমে আরও টিকিট দেয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। যারা টোকেন পাননি তাদের মধ্যে টিকেট না পওয়ার শংঙ্কা বিরাজ করছে।

প্রবাসীরা জানান, ভোর ছয়টায় এসেছি এখনও টোকেন পাইনি। টোকেন পেলে বুঝতে পারবো কখন ফ্লাইট হবে। অপর আরেকজন জানান, এরা বলছে টিকিটের মেয়াদ এক মাসের বেশি আছে তোমরা এখন যেতে পারবে না, পরে যাও।

একই রকম চিত্র কারওয়ার বাজারে সৌদি এয়ারলাইন্সের কাউন্টারেও। সৌদি এয়ারলাইন্সও ৩শ’ জনকে টিকেট দিয়েছে। একদিকে আছে টিকেট পাওয়াদের আনন্দ। অন্যদিকে যারা আকামা ও ভিসা নবায়ন করেও টিকিট পাননি তাদের রয়েছে নানা অভিযোগ।

কারওয়ার বাজারে টোকেনের জন্য লাইনে থাকা এক প্রবাসী জানান, আগের টোকেনে আজকে এসেছি, তারা আমাকে ফ্লাইড দিয়েছে ৬ তারিখ পর্যন্ত। আরেকজন জানান, ১৩/১৪ দিন ধরে ঘুরতেছি এখন পর্যন্ত কোনও টোকেনও পাইনি টিকিটও পাইনি।

সংকট নিরসনে এই প্রবাসীরা সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর হস্তক্ষেপ কামনা করেন।

ভিডিও

 

এএইচ/