টিকিটের আশায় জনসমুদ্র সোনারগাঁও, চলছে উত্তেজনা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:১৫ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
আজও রাজধানীর কারওয়ান বাজারে টিকেটের জন্য বিক্ষোভ করছেন সৌদির প্রবাসীরা। হোটেল সোনারগাঁও ঘিরে তারা বিক্ষোভ শুরু করেছে। সড়ক আটকে প্রবাসীরা স্লোগান দিচ্ছেন।
জানা গেছে, আজ রোববার (০৪ অক্টোবর) এয়ারলাইন্স ৪৫০ জনকে টোকেন দেওয়ার ঘোষণা দিয়েছিল। এরপর থেকে জনসমুদ্রে পরিণত হতে থাকে রাজধানীর হোটেল সোনারগাঁও। এখন পরিস্থিতি সামাল দিতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ভোর থেকেই এক এক করে জড়ো হতে থাকেন এসব সৌদি প্রবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। একপর্যায়ে তারা বাংলামটর মুখি সোনারগাঁও হোটেলের গেটটি ধাক্কা ধাক্কির সময় ভেঙ্গে গেলে সেখান থেকে ভেতরে প্রবেশ করে সৌদি প্রবাসীরা। তারা ভেতরে অবস্থান নেন। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।
সরেজমিনে দেখা যায়, পুরো হোটেলের চারপাশে কয়েক হাজার প্রবাসী জড়ো হয়ে আছেন। হোটেলের প্রবেশমুখ বন্ধ রাখা হয়েছে। টোকেনের দাবিতে বিক্ষোভ স্লোগান চলছে। পরিস্থিতি উত্তপ্ত।
এসএ/