ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১ ১৪৩১

সলোমন দ্বীপপুঞ্জে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার

সলোমান দ্বীপপুঞ্জ। গুগল ম্যাপ থেকে নেওয়া ছবি।

সলোমান দ্বীপপুঞ্জ। গুগল ম্যাপ থেকে নেওয়া ছবি।

করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার যুদ্ধে হেরে গেল সলোমন দ্বীপপুঞ্জ। প্রধানমন্ত্রী মানাশে সোগাভারে গতকাল শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক টেলিভিশন ভাষণে করোনা ভাইরাসে এক ছাত্রের আক্রান্ত হওয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, সম্পতি ঐ ছাত্র ৯৬ জন যাত্রীকে বহনকারী একটি ফ্লাইটে করে ফিলিপাইন থেকে ফিরেছে। তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আমি দু:খের সঙ্গে জানাচ্ছি আমাদের সমন্বিত প্রচেষ্টা সত্ত্বেও করোনা সংক্রমণ প্রতিরোধে আমরা হেরে গেছি।

প্রধানমন্ত্রী এই অঞ্চলের ছয় লাখ অধিবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘করোনা ছড়িয়ে পড়া রোধে কন্টাক্ট ট্রেসিং ও অন্যান্য পদক্ষেপ নেয়া হয়েছে।’ তবে লকডাউনের প্রয়োজন নেই বলে তিনি জানান।

যাত্রা শুরুর আগে ফিলিপাইনে তিন দফা পরীক্ষায় ছাত্রটির শরীরে করোনা নেগেটিভ শনাক্ত হয়। কিন্তু রাজধানী হোনিয়ারাতে ফেরার পর নিয়মিত চেকআপে পজিটিভ ধরা পড়ে। তাকে আইসোলেশানে রাখা হয়েছে।

এদিকে আরও ১৮ ছাত্র ফিলিপাইনে আইসোলেশানে রয়েছে। তারা করোনায় আক্রান্ত। গত মার্চ মাসে সলোমন দ্বীপপুঞ্জ তাদের সীমান্ত বন্ধ করে দেয়। এরপর ফিলিপাইনে তাদের ৪শ’রও বেশি শিক্ষার্থী আটকা পড়ে। অভিভাবকদের চাপে সলোমন কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়।

প্রধানমন্ত্রী জানান, করোনা সংক্রমণ সত্ত্বেও, বাকি শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হবে। (বাসস)

এমএস/